যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঝড় ও ভারী বৃষ্টিপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শহরের মেয়র এরিক অ্যাডামস বলেছেন, ঝড়ের কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছে। এদিকে আবহাওয়া কর্তৃপক্ষ বেশকিছু এলাকায় বন্যার সতর্কতা জারি করেছে।
বিভিন্ন স্থানে বন্যা ও ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। অন্যদিকে শহরের জেএফকে, লাগার্ডিয়া ও নিউয়ার্ক বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, বিমানের সময়সূচী বিঘ্নিত হয়েছে।
অ্যাডামস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, এই ঝড় ৩০ অক্টোবরের বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে দিয়েছে। পূর্বাভাসে কয়েক ঘন্টা ধরে যে পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল, তার বেশিভাগই বিকেলে ১০ মিনিটের মধ্যে হয়েছে।
আবহাওয়া কর্তৃপক্ষ সেন্ট্রাল পার্কে রেকর্ড ৪.৭ সেমি বৃষ্টিপাতের কথা জানিয়েছে। লাগার্ডিয়া বিমানবন্দরে ৫.৩১ সেমি এবং নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫.০৫ সেমি বৃষ্টিপাত হয়েছে।
অন্যদিকে, জাতীয় আবহাওয়া পরিষেবা ব্রঙ্কস, ব্রুকলিন ও কুইন্সের কিছু অংশের জন্য উপকূলীয় বন্যার সতর্কতা জারি করেছে।
সূত্র : রয়টার্স



