দক্ষিণ কোরিয়ার বুসানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৈঠক শেষে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প জানিয়েছেন, আলোচনায় তিনি ও শি জিনপিং ইউক্রেন ইস্যুতে ‘একসাথে কাজ করতে’ সম্মত হয়েছেন।
তিনি বলেছেন, ‘ইউক্রেন প্রসঙ্গটি খুব জোরালোভাবে উঠে এসেছে। আমরা এ নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছি এবং আমরা দুজনই একসাথে কাজ করব, দেখব কিছু করা যায় কি না।’
ট্রাম্প আরো বলেন, ‘শি আমাদের সাহায্য করবেন এবং আমরা ইউক্রেন বিষয়ে একসাথে কাজ করব।’
সূত্র : এএফপি



