মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার (২২ অক্টোবর) অধিকৃত পশ্চিমতীর দখলের বিরুদ্ধে ইসরাইলকে সতর্ক করে বলেছেন, সংসদের গৃহীত পদক্ষেপ ও বসতি স্থাপনকারীদের সহিংসতা গাজা শান্তিচুক্তিকে হুমকির মুখে ফেলেছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দুই বছরের ইসরাইলি আক্রমণ বন্ধের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তি পাস করার মাত্র এক সপ্তাহ পরে, বুধবার ইসরাইলি আইনপ্রণেতারা পশ্চিমতীরকে সংযুক্ত করার বিষয়ে দু’টি বিল পাসের পক্ষে ভোট দিয়েছেন।
রুবিও ইসরাইল সফরের জন্য তার বিমানে ওঠার সময় সংযুক্তি সম্পর্কে বলেছিলেন, ‘আমি মনে করি, প্রেসিডেন্টও বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। এটি এমন কিছু নয়, যেটি আমাদের এখনই সমর্থন করতে হবে।’
তিনি সাংবাদিকদের বলেন, ‘সংযুক্তির পদক্ষেপ শান্তি চুক্তির জন্য হুমকিস্বরূপ। তারা একটি গণতান্ত্রিক দেশ। তাদের ভোট থাকবে, এবং মানুষ তাদের নিজ নিজ অবস্থান জানাবে। কিন্তু আমরা মনে কর, এই মুহূর্তে এটি এমন কিছু যার জন্য হিতে বিপরীত হতে পারে।’
অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে উগ্রপন্থী ইসরাইলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা সম্পর্কে জানতে চাইলে রুবিও বলেন, ‘আমরা যা নিয়ে কাজ করছি তা অস্থিতিশীল করতে পারে এমন যেকোনো কিছু নিয়েই আমরা উদ্বিগ্ন।’
কিন্তু রুবিও শান্তি চুক্তি রক্ষার জন্য সামগ্রিকভাবে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘প্রতিদিনই শান্তিচুক্তির বিরুদ্ধে হুমকি আসবে। কিন্তু আমি মনে করি, আমরা ঐকমত্যে পৌঁছানোর ক্ষেত্রে নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে আছি এবং এই সপ্তাহান্তে আমরা এটি পার করতে পেরেছি, এটি একটি ভালো লক্ষণ।’
সূত্র : এএফপি



