ভেনিজুয়েলা, গাজা ও দ্বিপক্ষীয় সম্পর্ক ইস্যুতে ট্রাম্প-এরদোয়ানের ফোনালাপ

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভেনিজুয়েলা, গাজা এবং বাণিজ্য ও প্রতিরক্ষাসংক্রান্ত বিষয় নিয়ে ফোনে আলোচনা করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
ভেনিজুয়েলা, গাজা ও দ্বিপক্ষীয় সম্পর্ক ইস্যুতে ট্রাম্প-এরদোয়ানের ফোনালাপ
ভেনিজুয়েলা, গাজা ও দ্বিপক্ষীয় সম্পর্ক ইস্যুতে ট্রাম্প-এরদোয়ানের ফোনালাপ |বাসস

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভেনিজুয়েলা, গাজা এবং বাণিজ্য ও প্রতিরক্ষাসংক্রান্ত বিষয় নিয়ে ফোনে আলোচনা করেছেন।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় এই ফোনালাপের পর এক বিবৃতিতে জানিয়েছে, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে রাজনৈতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা, দু’দেশের মধ্যে বাণিজ্যের লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ এবং গাজা ও ভেনিজুয়েলার পরিস্থিতিসহ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন দুই নেতা।

এরদোয়ান মন্ত্রিসভার বৈঠক শেষে বলেন, ভেনিজুয়েলার এই পরিস্থিতিতে সংবেদনশীল বিষয়গুলোতে তুরস্কের অবস্থান যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে।

সূত্র : এএফপি/বাসস