যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের যাবতীয় সামগ্রীর ওপর ধার্য করা শুল্ক এক বছরের জন্য স্থগিত করেছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস।
গত অক্টোবরে ট্রাম্প কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের সামগ্রীর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। ২০২৬ সালে গৃহসজ্জা ও রান্নাঘরের ব্যবহার্য জিনিসপত্রের ওপর ধার্য শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ এবং কাঠের আসবাবের ওপর শুল্ক ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার কথা ছিল।
এর মাধ্যমে, বর্তমানে কার্যকর থাকা ২৫ শতাংশ শুল্ক ২০২৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে।
বিবৃতিতে বলা হয়, কাঠের পণ্য আমদানির ক্ষেত্রে পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক এবং জাতীয় নিরাপত্তাবিষয়ক উদ্বেগ নিরসনে অংশীদারদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আসবাবপত্রের দাম ইতোমধ্যেই বাড়ছে। সর্বশেষ মুদ্রাস্ফীতির প্রতিবেদনে দেখা গেছে, নভেম্বর মাসে আসবাবপত্রের দাম এক বছর আগের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
হোয়াইট হাউস যখন প্রথম শুল্ক আরোপের ঘোষণা দেয়, তখন আসবাবপত্র আমদানিকারক রেস্টোরেশন হার্ডওয়্যার, ওয়েফেয়ার ও উইলিয়ামস সোনোমার মতো কোম্পানিগুলোর শেয়ারের দাম কমে গিয়েছিল।
সূত্র: এবিসি নিউজ



