যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র পদে বামপন্থী প্রার্থী জোহরান মামদানিকে নির্বাচিত না করতে ভোটারদের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি, মামদানি মেয়র নির্বাচিত হলে কেন্দ্রীয় সরকারের অর্থ নিউইয়র্কে আসতে দিতে চাইবেন না বলেও হুমকি দিয়েছেন ট্রাম্প।
একইসাথে নিজে রিপাবলিকান দলের হলেও ডেমোক্র্যাট পার্টির সদস্য যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন, সেই অ্যান্ড্রু কুওমোকে সমর্থনের ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ‘আপনি ব্যক্তিগতভাবে অ্যান্ড্রু কুওমোকে পছন্দ করুন বা না করুন, আপনার আসলে কোনো বিকল্প নেই। আপনাকে অবশ্যই তাকে ভোট দিতে হবে এবং আশা করি তিনি দুর্দান্ত কাজ করবেন। তিনি এটি করতে সক্ষম, মামদানি নয়।’
বহুল আলোচিত নির্বাচনের মাত্র কয়েকদিন আগে ট্রাম্পের এই সমর্থন এলো, যিনি এক সময় নিউইয়র্কের গভর্নর ছিলেন। এর আগে, রোরবার একটি টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, মামদানি নির্বাচিত হলে তিনি তার শহর নিউইয়র্কে ফেডারেল তহবিল পাঠানো বন্ধ করবেন।
তিনি বলেন, ‘আপনার নিউইয়র্ক পরিচালনাকারী যদি একজন কমিউনিস্ট হয়, তাহলে প্রেসিডেন্ট হিসেবে আমার জন্য নিউইয়র্কে প্রচুর অর্থ দেয়া কঠিন হবে। কারণ আপনি সেখানে পাঠানো অর্থ কেবল নষ্টই করছেন।’
এদিকে জনমত জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাটিক প্রার্থী মামদানি কুওমোর চেয়ে এগিয়ে আছেন। ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানির কাছে হেরে যাওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুওমো। তাদের দুইজনের চেয়েই পিছিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াও।
ট্রাম্প, যিনি নিজেও একজন রিপাবলিকান, তার পোস্টে স্লিওয়াকে সমর্থন করতে অস্বীকৃতি জানিয়ে বলেছিলেন, ‘কার্টিস স্লিওয়ার পক্ষে ভোট মানে মামদানির পক্ষেই ভোট।’
ফেডারেল তহবিল সম্পর্কে প্রেসিডেন্ট আরো বলেন, ‘মামদানি নির্বাচিত হলে, প্রয়োজনীয় ন্যূনতম পরিমাণ ছাড়া, আমার ফেডারেল তহবিলের অবদান রাখার সম্ভাবনা খুবই কম।’
ট্রাম্প প্রশাসন বারবার ডেমোক্র্যাট-শাসিত এলাকায় অবস্থিত প্রকল্পগুলোর জন্য ফেডারেল অনুদান এবং তহবিল হ্রাস করার চেষ্টা করেছে। নিউইয়র্ক সিটি এই অর্থবছরে ৭.৪ বিলিয়ন ডলার ফেডারেল তহবিল পেয়েছে।
রোববার সিবিএসের সিক্সটি মিনিটস অনুষ্ঠানের সাথে এক বিস্তৃত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মামদানি মেয়র হলে নিউইয়র্ক সিটির সাবেক বামপন্থী মেয়র বিল ডি ব্লাসিওর মতোই হবেন। তিনি বলেন, ‘আমি ডি ব্লাসিওকে দেখেছি তিনি কতটা খারাপ মেয়র ছিলেন এবং এই লোকটি ডি ব্লাসিওর চেয়েও খারাপ কাজ করবে।’
ট্রাম্প নিউইয়র্কের কুইন্স বরোতে বেড়ে উঠেছেন এবং এখনো ওই শহরে তার সম্পত্তি রয়েছে। তিনি বলেন, ‘আমি কোনোভাবেই কুওমোর ভক্ত নই। তবে যদি এটি একজন খারাপ ডেমোক্র্যাট এবং একজন কমিউনিস্টের মধ্যে হয়, তাহলে আমি সর্বদা খারাপ ডেমোক্র্যাটকেই বেছে নেব।’
মামদানি মেয়র হিসেবে নির্বাচিত হলে একটি বিশ্ব আর্থিক কেন্দ্র পরিচালনা করবেন। তিনি একজন স্ব-ঘোষিত গণতান্ত্রিক সমাজতান্ত্রিক। যদিও নিজেকে কমিউনিস্ট বলে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি একটি টেলিভিশন সাক্ষাৎকারে রসিকতা করে বলেছিলেন যে তিনি ’একটু স্ক্যান্ডিনেভিয়ান রাজনীতিকের মতো’, কেবল আরেকটু স্পষ্টবাদী।
মামদানি ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জিতেছেন, আর কুওমো দ্বিতীয় হয়েছেন। ৩৪ বছর বয়সী এই নেতা নিউইয়র্কের সাবেক গভর্নরকে ট্রাম্পের ‘পুতুল’ ও ‘তোতাপাখি’ বলে অভিহিত করেছেন।
সূত্র : বিবিসি
 


