ঘূর্ণিঝড় মেলিসার তাণ্ডবে বিপর্যস্ত ক্যারিবীয় অঞ্চল, নিহত ২৫

ঘূর্ণিঝড়ের প্রভাবে জ্যামাইকায় পাঁচজনের এবং হাইতিতে বন্যায় ১০ শিশুসহ ২০ জনের প্রাণহানি হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা ক্যারিবীয় অঞ্চলজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এর তাণ্ডবে বহু ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়েছে, অনেক এলাকা প্লাবিত হয়েছে। এতে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) জ্যামাইকায় এর প্রভাব আরো স্পষ্ট হয়ে উঠেছে। ঘণ্টায় ২৫০ কিলোমিটারেরও বেশি গতির বাতাস নিয়ে জ্যামাইকায় আঘাত হানে ক্যাটাগরি ৫ মাত্রার ঘূর্ণিঝড়টি। এই অঞ্চলের মধ্যে পরিমাপ করা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে এটি একটি। দেশটিতে কমপক্ষে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এছাড়া, ক্যারিবীয় আরেক দেশ হাইতিতে বন্যায় ১০ শিশুসহ ২০ জনের প্রাণহানি হয়েছে। দেশটি ঘূর্ণিঝড়ের প্রভাবে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের কবলে পড়েছে। ফলে তিন হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে বাধ্য হয়।

জ্যামাইকায় মানুষ ছাদে ও বিদ্যুৎবিহীন অবস্থায় আটকা পড়ে আছে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেস বলেন, পুরো দেশটাই যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, ৮০ থেকে ৯০ শতাংশ ছাদ ধ্বংস হয়ে গেছে। হাসপাতাল, লাইব্রেরি, পুলিশ স্টেশন, বন্দর ও অন্যান্য নগর অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

জ্যামাইকা থেকে মেলিসা তৃতীয় ক্যাটাগরির ঝড় হিসেবে উত্তরে কিউবার দিকে যায়। এটি ঘণ্টায় ১১৫ মাইল গতির বাতাস ও প্রবল বৃষ্টি নিয়ে দক্ষিণ-পূর্বাঞ্চলকে আঘাত করে।

কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল নাগরিকদের সতর্ক থাকতে আহ্বান জানিয়ে বলেন, দেশটি সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল, যা দ্রুত প্রতিক্রিয়া জানাতে সহায়তা করেছে।

সূত্র : বিবিসি