ট্রাম্পের দাবি

গাজা পরিকল্পনার ৮০ ভাগ চূড়ান্ত, অচিরেই শান্তি চুক্তি

গাজা পরিকল্পনার ৮০ ভাগ চূড়ান্ত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি বলেন, অচিরেই একটি শান্তি চুক্তি হবে।

নয়া দিগন্ত অনলাইন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

গাজা পরিকল্পনার ৮০ ভাগ চূড়ান্ত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি বলেন, অচিরেই একটি শান্তি চুক্তি হবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের জন্য এখন বড় ধরনের একটি সুযোগ তৈরি হয়েছে।

হোয়াইট হাউজ থেকে জারি করা এক বিবৃতিতে ট্রাম্প বলেন, গাজা পরিকল্পনার ৮০ শতাংশ চূড়ান্ত হয়ে গেছে। অচিরেই একটি শান্তিচুক্তি হবে, যা স্থায়ী হবে এবং এই চুক্তি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

ট্রাম্প বলেন, সকল পক্ষই গাজা বিষয়ে চুক্তি করতে একমত। হামাসও গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে সম্মত হয়েছে।

উল্লেখ্য, সোমবার মিসরের শার্ম আশ শায়খ এলাকায় পরোক্ষ আলোচনা শুরু করেছে হামাস ও ইসরাইলি প্রতিনিধি দল।

সূত্র : আল জাজিরা