ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গোপনে ‘কঠোর’ বার্তা পাঠিয়েছে হোয়াইট হাউস। গাজায় ইসরাইলের এক হামলাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় করা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে এ বার্তা পাঠানো হয়েছে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে একাধিক সূত্র জানিয়েছে, সপ্তাহান্তে গাজা সিটিতে ইসরাইলের এক হামলায় হামাসের সামরিক শাখার ডেপুটি কমান্ডার রায়েদ সাদ নিহত হওয়ার পর এই বার্তাটি পাঠানো হয়েছে। ওই হামলায় মোট চারজন নিহত হন।
এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা সূত্রে এক্সিওস জানিয়েছে, হোয়াইট হাউসের পক্ষ থেকে নেতানিয়াহুকে পাঠানো বার্তায় বলা হয়েছে, ‘আপনি যদি আপনার সুনাম নষ্ট করতে চান এবং দেখাতে চান যে আপনি চুক্তি মানেন না, তবে সেটি আপনার বিষয়। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু গাজায় চুক্তির মধ্যস্থতা করেছেন, সে ক্ষেত্রে আমরা তার সুনাম নষ্ট হতে দেব না।’
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলার আগে ইসরাইল সরকার ওয়াশিংটনকে কিছু জানায়নি ও কোনো ধরনের আলোচনা করেনি। এদিকে হামাস প্রধান খলিল আল-হায়্যা টেলিভিশনে দেয়া এক ভাষণে নিশ্চিত করেছেন, ইসরাইলি হামলায় সাদ নিহত হয়েছেন।
গাজায় গত ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এর মধ্যেই গত শনিবার এক বিমান হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদ নিহত হন। এর আগেও তাকে লক্ষ্য করে ইসরাইল একাধিকবার হত্যাচেষ্টা চালিয়েছিল।
যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি সেনাবাহিনী বারবার তা লঙ্ঘন করেছে। যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৩৯১ জন ফিলিস্তিনি নিহত এবং এক হাজার ৬৩ জন আহত হয়েছে।
এদিকে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় ৭০ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। যাদের বেশিভাগই নারী ও শিশু। আহত হয়েছে এক লাখ ৭১ হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



