রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দীর্ঘদিনের মিত্র ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে ফোনে কথা বলেছেন। ক্রেমলিন জানিয়েছে, এ সময় তিনি ভেনিজুয়েলার প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
ভেনিজুয়েলার উপকূল থেকে যুক্তরাষ্ট্র একটি জ্বালানি তেলের ট্যাঙ্কার আটক করার এক দিন পর মাদুরো ও পুতিনের মধ্যে এই ফোনালাপ হলো।
ভেনিজুয়েলার সাথে রাশিয়ার উষ্ণ সম্পর্ক রয়েছে। মাদুরো এই বছরের শুরুতে একটি বার্ষিক সামরিক কুচকাওয়াজে যোগ দিতে মস্কো সফর করেন। সে সময় পুতিনের সাথে তিনি একটি বিস্তৃত অংশীদারিত্ব চুক্তিও স্বাক্ষর করেন।
ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবারের ফোনালাপে ভ্লাদিমির পুতিন ভেনিজুয়েলার জনগণের সাথে সংহতি প্রকাশ করেছেন। এছাড়াও ক্রমবর্ধমান বহিরাগত চাপের মুখে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে মাদুরো সরকারের নীতির প্রতি পুতিন তার সমর্থন নিশ্চিত করেছেন।
কারাকাসের পক্ষ থেকে বলা হয়েছে, দুই নেতা ’তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের কৌশলগত, দৃঢ় ও ক্রমবর্ধমান প্রকৃতির কথা পুনর্ব্যক্ত করেছেন। দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগমাধ্যম স্থায়ীভাবে উন্মুক্ত থাকবে বলে পুতিন পুনরাবৃত্তি করেছেন। এছাড়াও তিনি আশ্বস্ত করেছেন, ভেনিজুয়েলার সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন ও ল্যাটিন আমেরিকাজুড়ে শান্তি বজায় রাখার সংগ্রামে রাশিয়া তার সমর্থন অব্যাহত রাখবে।
এর আগে, বুধবার মার্কিন সামরিক বাহিনী ভেনিজুয়েলার একটি জ্বালানি তেলের ট্যাঙ্কার আটক করে। এ সময় মার্কিন সৈন্যরা হেলিকপ্টার থেকে ট্যাঙ্কারের ডেকে নেমে রাইফেল উঁচিয়ে জাহাজে প্রবেশ করে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার কাছাকাছি যুদ্ধজাহাজ মোতায়েন করেছেন। পূর্ব প্রশান্ত মহাসাগরীয় ও ক্যারিবিয়ান সাগরের কমপক্ষে ২২টি নৌযানে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ৮৭ জন নিহত হয়েছেন।
ওয়াশিংটন ভেনিজুয়েলার বামপন্থী নেতার বিরুদ্ধে মাদক চোরাকারবারের নেতৃত্ব দেয়ার অভিযোগ করেছে, যা তিনি অস্বীকার করেছেন। মাদুরো বলেছেন, ভেনিজুয়েলার বিশাল তেলের ভাণ্ডারের কারণে যুক্তরাষ্ট্র শাসনব্যবস্থার পরিবর্তন চাইছে।
সূত্র : এএফপি



