যুক্তরাষ্ট্রের শিকাগোতে ন্যাশানাল গার্ড মোতায়েনের নির্দেশ খারিজ

চলতি বছরের শুরুতে দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর একাধিক শহরে সৈন্য পাঠিয়েছেন ট্রাম্প।

নয়া দিগন্ত অনলাইন
ন্যাশনাল গার্ডের সদস্য
ন্যাশনাল গার্ডের সদস্য |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে ন্যাশানাল গার্ড মোতায়েন করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তা খারিজ করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।

এর আগে, ট্রাম্প এই অঙ্গরাজ্যে সৈন্য পাঠাতে চেয়েছিলেন। সে সময় তা খারিজ করে দেয় দেশটির একটি নিম্ন আদালত। পরে সেই নির্দেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে ট্রাম্প প্রশাসন।

চলতি বছরের শুরুতে দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর একাধিক শহরে সৈন্য পাঠিয়েছেন ট্রাম্প। তার প্রশাসনের দাবি, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে ইমিগ্রেশন অফিসারদের তল্লাশি সুরক্ষিত রাখতে সৈন্য প্রয়োজন।

সুপ্রিম কোর্টে রিপাবলিকানরা সংখ্যাগুরু। আদালত জানিয়েছে, ইলিনয়তে সেনা নামানোর ক্ষেত্রে সরকার তাদের এখতিয়ার চিহ্নিত করতে পারেনি।

এরপরেও কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে শিকাগোতে ন্যাশনাল গার্ড নামানো সম্ভব। তবে তা ট্রাম্পের ওপর রাজনৈতিকভাবে নেতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : ডয়চে ভেলে