মেক্সিকোতে বন্যায় ৪১ জনের প্রাণহানি

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অন্যতম কেন্দ্রীয় রাজ্য হিডালগোর কর্তৃপক্ষ কমপক্ষে ২২ জনের মৃত্যু ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জানিয়েছে। সেখানকার ৯০টি লোকালয়ে উদ্ধারকারীরা পৌঁছাতে পারেনি।

নয়া দিগন্ত অনলাইন

মেক্সিকোতে কয়েকদিনে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৪১ জনের প্রাণহানি হয়েছে। বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির সরকার শনিবার (১১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।

মেক্সিকোর তেনাঙ্গো দে দোরিয়া থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, মেক্সিকোর সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ৩২টি রাজ্যের মধ্যে ৩১টিতে তীব্র বৃষ্টিপাতের খবর দিয়েছে। এর ফলে নদী উপচে পড়েছে, পুরো গ্রাম প্লাবিত হয়েছে, ভূমিধসের সৃষ্টি হয়েছে এবং রাস্তাঘাট ও সেতু ভেঙে পড়েছে।

ফেডারেল সিকিউরিটি সেক্রেটারিয়েট জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অন্যতম কেন্দ্রীয় রাজ্য হিডালগোর কর্তৃপক্ষ কমপক্ষে ২২ জনের মৃত্যু ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জানিয়েছে। সেখানকার ৯০টি লোকালয়ে উদ্ধারকারীরা পৌঁছাতে পারেনি। এছাড়াও পার্শ্ববর্তী পুয়েবলা রাজ্যে কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে।

রাজ্য সরকার জানায়, শুধুমাত্র পুয়েবলাতেই প্রায় ৮০ হাজার মানুষ বৈরী আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজে পাঁচজন ও মেক্সিকোর মধ্যাঞ্চলীয় কুয়েরেতারো রাজ্যে একজনের মৃত্যু হয়েছে।

এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, ‘আমরা রাস্তাঘাট খুলে দেয়ার ও লোকালয়গুলোকে সহায়তা করার জন্য মেক্সিকান সরকারের সদস্য ও দল মোতায়েন করছি। উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার জন্য কয়েক হাজার সৈন্য, নৌকা, বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।’

সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্য বিতরণে সহায়তা করছে। উদ্ধার সরঞ্জাম ও যানবাহনসহ ১০ হাজারের বেশি সৈন্য মোতায়েন করা হয়েছে।

সূত্র : বাসস