রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে পৃথক শীর্ষ সম্মেলন করার কয়েক মাস পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রথমবারের মতো ওয়াশিংটনে মধ্য এশিয়ার পাঁচ নেতার সাথে বৈঠক করবেন।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, পশ্চিমারা সম্পদ সমৃদ্ধ এই অঞ্চলের প্রতি তাদের আগ্রহ বাড়িয়েছে। ক্রেমলিনের ইউক্রেন হামলার পর থেকে মস্কোর ঐতিহ্যবাহী প্রভাব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং চীনও এখানে এক প্রধান শক্তি।
ইউক্রেন যুদ্ধের পর থেকে, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের নেতারা তথাকথিত সি৫+১ ফর্ম্যাটে অন্যান্য দেশের সাথে যোগাযোগ বাড়িয়েছেন।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করা স্থলবেষ্টিত দেশগুলোর সাথে ওয়াশিংটন ও ইউরোপীয় ইউনিয়ন ২০২৩ সালে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনের মাধ্যমে তাদের কূটনৈতিক সম্পর্ক জোরদার করে।
রাশিয়া, চীন, পশ্চিমা বিশ্ব ও তুরস্ক সম্পদ সমৃদ্ধ এই অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য প্রতিযোগিতা করছে। চলতি বছর ইইউ প্রধান উরসুলা ভন দার লিয়েন, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং সবাই পাঁচ মধ্য এশিয়ার নেতার সাথে শীর্ষ সম্মেলনের জন্য অঞ্চলটি পরিদর্শন করেছেন।
একই সময়ে বেশিভাগ আঞ্চলিক সংঘাতের অবসান ঘটায় মধ্য এশিয়ার দেশগুলোকে কূটনীতিতে ঐক্যবদ্ধ হতে সক্ষম করেছে। চীনের সাথে কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তানের সীমান্ত রয়েছে। দেশটি বিশাল অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করে নিজেকে এই অঞ্চলে একটি প্রধান বাণিজ্যিক অংশীদার হিসেবে উপস্থাপন করেছে।
সূত্র : বাসস



