ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মতপার্থক্য নিরসনে দেশটির সাথে সরাসরি আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
শুক্রবার (২৯ আগস্ট) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘ইরানের পারমাণবিক সমস্যার শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের লক্ষ্যে সরাসরি যোগাযোগের জন্য যুক্তরাষ্ট্র সব সময় প্রস্তুত রয়েছে।’
তিনি মনে করিয়ে দেন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ইরানের বিরুদ্ধে আবারো নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া (স্ন্যাপব্যাক) শুরু করেছে।
তিনি জোর দিয়ে বলেন, ‘স্ন্যাপব্যাক আমাদের কূটনৈতিক প্রস্তুতিকে দুর্বল করে না, বরং আরো শক্তিশালী করে। আমি ইরানের নেতাদের আহ্বান জানাই, তারা যেন অবিলম্বে এমন পদক্ষেপ নেয় যাতে দেশটি কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। শান্তির পথে হেঁটে ইরানি জনগণের সমৃদ্ধি নিশ্চিত করুক।’
এর আগে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু করে। তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতিতে বলেন, ই৩ (যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স) দেশগুলো তাদের অভিপ্রায় সম্পর্কে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদকে অবহিত করেছে।