যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সোমবার (২৯ ডিসেম্বর) মাদক পাচারের অভিযোগে পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযান ওপর হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছেন দু’জন।
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় কমান্ড (সাউথকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে।
সাউথকম জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে সোমবার আন্তর্জাতিক পানিসীমায় জয়েন্ট টাস্ক ফোর্স সাউদার্ন স্পিয়ার অভিযানের অংশ হিসেবে একটি নৌযানের ওপর হামলা চালানো হয়েছে। এ হামলায় দু’জন নিহত হয়েছেন। তবে কোনো মার্কিন সৈন্য আহত হননি।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, অপারেশন সাউদার্ন স্পিয়ার নামে একটি অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজন মাদকবাহী নৌকার উপর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১০৭ জন নিহত হয়েছেন। মাদক পাচার কমানোই এ অভিযানের লক্ষ্য।
প্রশাসন নিহতদের ‘অবৈধ যোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করেছে। প্রশাসন দাবি করেছে, বিচার বিভাগের একটি গোপন অনুসন্ধানের ভিত্তিতে বিচার বিভাগীয় পর্যালোচনা ছাড়াই এ ধরনের প্রাণঘাতী হামলা চালানোর ক্ষমতা রয়েছে।
সোমবারের এ হামলার মাত্র কয়েক দিন আগেই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ভেনিজুয়েলার বিরুদ্ধে চাপ প্রয়োগকারী অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র একটি বিশাল স্থাপনা ধ্বংস করেছে। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন নৌ ও সামরিক বাহিনীর মোতায়েন এবং অনুমোদিত তেলবাহী ট্যাঙ্কার অবরোধও এ অভিযানের আওতায় রয়েছে।
এর আগে, ২২ ডিসেম্বর মার্কিন সেনাবাহিনী পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে একটি নৌযানে হামলা চালিয়েছিল। ট্রাম্প প্রশাসনের এ হামলার বিষয়ে মানবাধিকার গোষ্ঠীর পাশাপাশি কংগ্রেসের কিছু সদস্য তদন্তের দাবি তুলেছেন।
সূত্র: সিএনএন



