নাইজেরিয়ায় আইএসের বিরুদ্ধে হামলা চালালো যুক্তরাষ্ট্র

ট্রাম্প দাবি করেন, আইএস গোষ্ঠী নিরীহ মানুষ, বিশেষ করে খ্রিস্টানদের ওপর ভয়াবহ হামলা চালিয়ে আসছিল।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে আইএসআইএল (আইএসআইএস) যোদ্ধাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহ্স্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।

তিনি তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় বলেছেন, ‘আজ রাতে কমান্ডার ইন চিফ হিসেবে আমার নির্দেশে যুক্তরাষ্ট্র উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএসআইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি শক্তিশালী ও ভয়াবহ হামলা শুরু করেছে।’

ট্রাম্প দাবি করেন, আইএস গোষ্ঠী নিরীহ মানুষ, বিশেষ করে খ্রিস্টানদের ওপর ভয়াবহ হামলা চালিয়ে আসছিল। তিনি আরো বলেন, ‘আমি আগেও এই সন্ত্রাসীদের সতর্ক করে দিয়েছিলাম যে যদি তারা খ্রিস্টানদের হত্যা বন্ধ না করে, তাহলে তাদের চড়া মূল্য দিতে হবে, এবং আজ রাতে, তারা তা দিয়েছে।’

আফ্রিকায় অভিযানের দায়িত্বে থাকা মার্কিন সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ড (আফ্রিকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বলেছে, ‘নাইজেরিয়ার কর্তৃপক্ষের অনুরোধে’ বিমান হামলা চালানো হয়েছে এবং এতে ‘একাধিক আইএসআইএস সন্ত্রাসী’ নিহত হয়েছে।

আফ্রিকম আরো জানিয়েছে, ‘সোবোটো রাজ্যে’ হামলা চালানো হয়েছে, যা স্পষ্টতই নাইজেরিয়ার সোকোটো রাজ্যের প্রতি ইঙ্গিত করে।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় নাইজেরিয়ার সরকারের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে সতর্ক করে বলেছেন এমন হামলা আরো হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

নাইজেরিয়ায় খ্রিস্টান নিপীড়নের অভিযোগের পর ট্রাম্প পেন্টাগনকে সম্ভাব্য সামরিক পদক্ষেপের পরিকল্পনা শুরু করার নির্দেশ দেয়ার কয়েক সপ্তাহ পরেই এ হামলা চালানো হলো।

তবে নাইজেরিয়া সরকার ট্রাম্পের খ্রিস্টান নির্যাতনের অভিযোগ আগেই প্রত্যাখ্যান করেছে। দেশটির মতে, সশস্ত্র গোষ্ঠীগুলো মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের মানুষকেই লক্ষ্য করছে এবং সরকার ধর্মীয় স্বাধীনতা রক্ষায় কাজ করছে।

সূত্র : আল জাজিরা