মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে না দিয়ে ভেনুজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেয়ায় কমিটির সমালোচনা করেছে হোয়াইট হাউস। শুক্রবার (১০ অক্টোবর) এক এক্সবার্তায় ওই সমালোচনা করা হয়।
হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চিউং এক এক্সবার্তায় বলেন, ভেনুজুয়েলার বিরোধী দলীয় নেত্রীকে নোবেল দেয়া এ কথাই প্রমাণ করে যে তারা নোবেল শান্তি পুরস্কার দেয়ার ক্ষেত্রে শান্তির তুলনায় রাজনৈতিক দিকটিকেই বেশি প্রধান্য দিয়ে থাকে।
তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট এমন কোমল হৃদয়ের অধিকারী, যিনি কেবল অপরের হিতকামনা ও শান্তিই কামনা করে থাকেন। তিনি ইচ্ছে করলে পাহাড়কেও টলিয়ে দিতে সক্ষম। তার মতো মানুষই হয় না।
চিউং আরো বলেন, নোবেল শান্তি পুরস্কার না পেলেও প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি পূর্ণ করবেন; শেষ করবেন সকল যুদ্ধ; মুক্ত করবেন মানবতাকে।
উল্লেখ্য, আজ শুক্রবার নোবেল কমিটি ভেনুজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে পুরস্কারটি প্রদান করেছেন। জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে উল্লেখযোগ্য অবদান রাখায় তাকে এই পুরস্কার দেয়া হয়।
নোবেল কমিটি এক বিবৃতি বলেছে, যখন কোনো দেশে স্বৈরাচারী সরকার ক্ষমতার লাগাম নিয়ন্ত্রণে নেয়, তখন সেখানে যারা সাহসিকতার সাথে আন্দোলন করে, তাদের সম্মান জানানো উচিৎ।
মাচাদো এক ভিডিও বার্তায় বলেন, নোবেল শান্তি পুরস্কার লাভের খবর পেয়েও তিনি মর্মাহত।
সূত্র : স্কাই নিউজ