ব্রাজিলের রিও ডি জেনেইরোর একটি ফাভেলার বাসিন্দারা বুধবার তাদের এলাকায় একটি চত্বরে ৪০টিরও বেশি লাশ উদ্ধার করেছেন।
রিও ডি জেনেইরো থেকে এএফপি জানায়, এটি ওই শহরের ইতিহাসে সবচেয়ে বড় রক্তক্ষয়ী ঘটনা। একদিন আগে পুলিশ সেখানে মাদকবিরোধী অভিযান চালায়।
লাশগুলো পেনহা কমপ্লেক্সের একটি প্রধান সড়কের কাছে রাখা হয়। তবে তারা মঙ্গলবার উত্তর রিওর দুটি ফাভেলায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে নিহত ৬০ জন সন্দেহভাজন মাদকচক্র সদস্যের অন্তর্ভুক্ত কিনা, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
সূত্র : এএফপি/বাসস
 
 



