যুক্তরাষ্ট্র বছরের শেষ নাগাদ হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য লেবাননের কাছে একটি খসড়া প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে দেশটির দক্ষিণাঞ্চলের পাঁচটি অবস্থান থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারসহ লেবাননে তাদের সম্পূর্ণ সামরিক কার্যক্রমের অবসান ঘটানোর বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
লেবাননের মন্ত্রিসভার একটি অ্যাজেন্ডার অনুলিপি যাচাই ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি টম ব্যারাক এই প্রস্তাবটি উত্থাপন করেছেন। এতে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর নিরস্ত্রীকরণে ধাপে ধাপে পরিকল্পনা তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার লেবাননের মন্ত্রিসভায় খসড়াটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোস বলেন, প্রাথমিকভাবে তারা কেবল প্রস্তাবের উদ্দেশ্য অনুমোদন করেছেন। কিন্তু মার্কিন প্রস্তাবের বিস্তারিত আলোচনা করেনি।
মার্কিন প্রস্তাবের উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে হিজবুল্লাহসহ অন্যান্য রাষ্ট্রবিহীন শক্তির উপস্থিতি পর্যায়ক্রমে অপসারণ করা, গুরুত্বপূর্ণ সীমান্ত এবং অভ্যন্তরীণ এলাকায় লেবাননের বাহিনী মোতায়েন করা, পাঁচটি অবস্থান থেকে ইসরাইলের প্রত্যাহার নিশ্চিত করা, পরোক্ষ আলোচনার মাধ্যমে বন্দীদের সমস্যা সমাধান করা এবং ইসরাইল ও সিরিয়ার সাথে লেবাননের সীমানা স্থায়ীভাবে নির্ধারণ করা।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, দেশে থাকা সব অস্ত্র সেনাবাহিনীর মাধ্যমে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নিয়েছে লেবানন। তাদের উদ্যোগকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়।
এই প্রস্তাবের বিষয়ে হিজবুল্লাহ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে গোষ্ঠীটির রাজনৈতিক শাখার তিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানিয়েছেন, আলোচনা চলাকালীন প্রস্তাবের বিরোধিতা করে বৈঠক ত্যাগ করেছেন হিজবুল্লাহর সব মন্ত্রী ও তাদের মিত্ররা।