নিউইয়র্ক সিটিতে ভারী বৃষ্টিপাত, মৃত্যু ২

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ভারী বৃষ্টিপাতে দু’জনের মৃত্যু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
বৃষ্টিতে ভিজছে নিউইয়র্ক সিটি
বৃষ্টিতে ভিজছে নিউইয়র্ক সিটি |এনবিসি নিউজ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ভারী বৃষ্টিপাতে দু’জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সিটি কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, পূর্ব ফ্ল্যাটবুশ পাড়ার একটি প্লাবিত বেসমেন্টে এক ব্যক্তি আটকা পড়েন। খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসকর্মীরা তার লাশ উদ্ধার করে। তবে তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তারা আরো জানিয়েছে, ম্যানহাটনের ওয়াশিংটন হাইটস পাড়ায় এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত দুই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

ব্রুকলিন, কুইন্স দ্য ব্রঙ্কস এবং ম্যানহাটনের কিছু অংশে আকস্মিক বন্যার সতর্কতা জারি থাকাকালীন এই মৃত্যু ঘটে।

সূত্র : এনবিসি