মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সোমবার (১৩ অক্টোবর) বলেছেন, পণবন্দীদের মুক্তি নিশ্চিত করতে ও গাজা যুদ্ধের অবসান ঘটাতে ভূমিকা রাখার জন্য ট্রাম্পকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করা হবে।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, হারজোগ তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প তার অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে কেবল আমাদের প্রিয়জনদের বাড়িতে ফিরিয়ে আনতেই সাহায্য করেননি, তিনি নিরাপত্তা, সহযোগিতা ও শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য মধ্যপ্রাচ্যে একটি নতুন যুগের ভিত্তি স্থাপন করেছেন।’
তিনি আরো বলেন, ‘তাকে ইসরাইলি প্রেসিডেন্টের সম্মাননা পদক প্রদান করা আমার জন্য একটি বড় সম্মানের বিষয়।’
হারজোগ জানান, শিগগিরই এই পুরস্কার প্রদান করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ইসরাইল সফরের সময় তিনি তাকে তার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করবেন।
ইসরাইলে তার সংক্ষিপ্ত সফরে ট্রাম্প পণবন্দীদের পরিবারের সাথে দেখা করবেন। তিনি ইসরাইলি সংসদে ভাষণ দেবেন বলেও ধারণা করা হচ্ছে।
ইসরাইলি প্রেসিডেন্টের কার্যালয় জানায়, প্রেসিডেন্ট পুরস্কার সেই ব্যক্তিদের প্রদান করা হয়, যারা ইসরাইল রাষ্ট্র বা মানবতার জন্য অসামান্য অবদান রেখেছেন।
এর আগে, ইসরাইল ২০১৩ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে এই পুরস্কার প্রদান করে।
সূত্র : বাসস