বেআইনি নির্বাচনী লটারি চালানোর অভিযোগে মামলার মুখোমুখি ইলন মাস্ক

মামলা খারিজের আবেদন জানিয়ে মাস্ক দাবি করেছিলেন, এটি কোনো অবৈধ লটারি নয়।

নয়া দিগন্ত অনলাইন
ইলন মাস্ক
ইলন মাস্ক |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক মিত্র ও ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে হওয়া একটি মামলার বিচারকাজ চলবে বলে বুধবার (২১ আগস্ট) আদেশ দিয়েছেন দেশটির এক ফেডারেল বিচারক। অভিযোগে বলা হয়েছে, মাস্ক ১০ লাখ ডলার জেতার লোভ দেখিয়ে ভোটারদের দিয়ে ‘সংবিধান সমর্থনের’ নামে একটি কাগজে সই করিয়ে জালিয়াতির আশ্রয় নিয়েছেন।

টেক্সাসের অস্টিনে মার্কিন জেলা বিচারক রবার্ট পিটম্যান বলেন, জ্যাকলিন ম্যাকআফার্টি অভিযোগ করেছেন, মাস্ক ও তার রাজনৈতিক সংগঠন ‘আমেরিকা পিএসি’ ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার শেষ দিকে তাকে ব্যক্তিগত তথ্য দিতে বাধ্য করেছিল।

এ বিষয়ে মাস্ক বা আমেরিকা পিএসির আইনজীবীরা কোনো মন্তব্য করেননি। মাস্ক আমেরিকা পিএসি গড়ে তুলেছিলেন রিপাবলিকান নেতা ট্রাম্পের সফল নির্বাচনী প্রচারে সমর্থন দেয়ার জন্য।

অ্যারিজোনার বাসিন্দা ম্যাকাফার্টি বলেন, মাস্ক ও আমেরিকা পিএসি সাতটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ভোটারদের তার আবেদনে স্বাক্ষর করতে প্রলুব্ধ করেছিলে। প্রতিশ্রুতি দেয়া হয়েছিল যে প্রতিদিন লটারির মতো একজনকে বেছে নিয়ে ১০ লাখ ডলার দেয়া হবে। কিন্তু বাস্তবে কারও সেই টাকা পাওয়ার সুযোগ ছিল না। বরং ভোটারদের দিয়ে নাম, ঠিকানা, ই-মেইল ও ফোন নম্বর সংগ্রহ করা হয়েছিল।

মামলা খারিজের আবেদন জানিয়ে মাস্ক দাবি করেছিলেন, এটি কোনো অবৈধ লটারি নয়। তিনি দাবি করেন, বিজয়ীদের বলা হয়েছিল, তারা অর্থ ‘উপার্জনের জন্য নির্বাচিত হয়েছেন’ এবং তাদের আমেরিকা পিএসির মুখপাত্র হিসেবে কাজ করার প্রত্যাশা ছিল। তাই এটিকে ‘পুরস্কার’ বলা যায় না।

তবে বিচারক পিটম্যান বলেন, মাস্ক ও তার সংগঠন এমনভাবেই প্রচার করেছিল, যাতে মনে হয় ১০ লাখ ডলার পুরস্কার হিসেবে দেয়া হচ্ছে এবং এটি জেতা সম্ভব। ফলে অভিযোগকারী নারী যুক্তিসংতভাবে ভেবেছিলেন, এটি আসলেই লটারির মতো কোনো সুযোগ।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৪ সালে বিচারক পিটম্যানকে নিয়োগ দিয়েছিলেন।

মাস্ক আরো দাবি করেছিলেন, ওই কাগজে সই করে ভোটাররা ব্যক্তিগত তথ্য দিয়ে কোনো ক্ষতির শিকার হননি। তবে বিচারক বলেন, রাজনৈতিক তথ্যবিষয়ক একজন বিশেষজ্ঞ ব্যাখ্যা করতে পারবেন। এসব তথ্য গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের ভোটারদের জন্য আসলে কতটা মূল্যবান ছিল।

সূত্র : রয়টার্স