পশ্চিম আফ্রিকা উপকূলে মাছ ধরার একটি জাহাজ থেকে ৬০ কোটি ডলারেরও বেশি মূল্যের প্রায় ১০ টন কোকেন জব্দ করেছে ফরাসি নৌবাহিনী।
বৃহস্পতিবার ফরাসি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
ফ্রান্সের উত্তর-পশ্চিম আটলান্টিক মেরিটাইম অঞ্চল কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রিটিশ পুলিশের তথ্যের ভিত্তিতে অ্যান্টি ড্রাগ অ্যান্ড মেরিটাইম ইন্টেলিজেন্স অথরিটির সহায়তায় গত সোমবার নৌবাহিনীর দু’টি জাহাজ বিপুল পরিমাণ কোকেন জব্দ করে।
ফ্রান্সের করিম্বে নৌ মিশনের অংশ হিসেবে অভিযানটি পরিচালিত হয়। ১৯৯০ সাল থেকে গিনি উপসাগরে নৌ-মিশনটি চলছে। ওই অঞ্চলে জলদস্যু মোকাবেলায় করিম্বে মিশন চালু রয়েছে।
আটলান্টিক মেরিটাইম প্রিফেকচার জানিয়েছে, জব্দ করা জাহাজটির কোনো দেশে নিবন্ধন নেই। মোট ৯ দশমিক ৬ টন কোকেন জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য ৬০৯ মিলিয়ন ডলার।