বিক্ষোভে উত্তাল মরক্কো : নিহত ২, আটক ৪ শতাধিক

টিকটক, ইন্সটাগ্রাম, ডিসকর্ডের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে ‘জেন জি-২১২’ নামে একটি গঠিত যুব সংগঠন অনলাইনে এই বিক্ষোভের আয়োজন করে।

নয়া দিগন্ত অনলাইন
৪০৯ জন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ
৪০৯ জন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ |সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ মরক্কো তরুণদের নেতৃত্বাধীন বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। দেশটির দক্ষিণাঞ্চলের একটি পুলিশ স্টেশনে একদল বিক্ষোভকারী থানায় ঢুকে পড়ার চেষ্টা করলে পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছেন।

বুধবার (১ অক্টেবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বাস্থ্য ও শিক্ষাখাতে সংস্কারের দাবিতে বিক্ষোভ চলাকালীন ৪০০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করেছে মরক্কোর কর্তৃপক্ষ।

মরক্কোর শহরগুলোতে পঞ্চম দিনের মতো তরুণদের নেতৃত্বে বিক্ষোভ হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, চতুর্থ দিনে বিক্ষোভ আগের চেয়েও বেশি সহিংস হয়ে উঠেছে। এ সময় বিক্ষোভকারীরা গাড়িতে আগুন দিয়েছে ও দোকানপাট ভাঙচুর করেছে। এতে নিরাপত্তা বাহিনীর ২৬৩ সদস্যসহ ২৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে।

টিকটক, ইন্সটাগ্রাম, ডিসকর্ডের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে ‘জেন জি-২১২’ নামে একটি গঠিত যুব সংগঠন অনলাইনে এই বিক্ষোভের আয়োজন করে। স্লোগান ও পোস্টারের মাধ্যমে তারা ২০৩০ সালে বিশ্বকাপের প্রস্তুতির জন্য কোটি কোটি বিনিয়োগের কথা উল্লেখ করেন। যেখানে অনেক স্কুল ও হাসপাতালে তহবিলের অভাব রয়েছে এবং তারা এখনো ভয়াবহ অবস্থায় রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবৃতিতে বলেন, মঙ্গলবার রাতে বিক্ষোভকারীরা ছুরি উঁচিয়ে ককটেল ও পাথর ছোড়ে। এ সময় ৪০৯ জনকে পুলিশি হেফাজতে নেয়া হয়।

তিনি আরো বলেন, সোস অঞ্চলের আইত আমিরা, ইনেজগানে, আগাদির ও তিজনিত শহরের পাশাপাশি পূর্বাঞ্চলীয় ওজদা শহরে প্রশাসনিক ভবন, ব্যাংক এবং দোকান লুটপাট ও ভাঙচুর করা হয়।

বিক্ষোভ নিয়ে আলোচনা করা পোস্টগুলোতে জেন জি-২১২ সংগঠনটি বলেছে, তারা সহিংসতা প্রত্যাখ্যান করছে এবং শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তারা বলেছে, তাদের নিরাপত্তা বাহিনীর সাথে কোনো বিরোধ নেই। তাদের বিরোধ কেবল সরকারের সাথে।

সূত্র : আল জাজিরা