নাইজেরিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় ১৯ নারী ও শিশু নিহত

শনিবার সন্ধ্যায় আংশিক ক্ষতিগ্রস্ত একটি সেতুর উপর দিয়ে যাওয়ার সময় চালক বাসটি থামিয়েছিলেন। এসময় বাসটি গড়িয়ে নদীতে পড়ে যায়।

নয়া দিগন্ত অনলাইন
দুর্ঘটনাকবলিত বাস
দুর্ঘটনাকবলিত বাস |সংগৃহীত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে এক বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়া একটি বাস সেতু থেকে নদীতে পড়ে গিয়ে অন্তত ১৯ জন নারী ও শিশুর প্রাণহানি ঘটেছে।

নাইজেরিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় পরিবহন সংস্থা এনইউআরটিডব্লিউ’র কর্মকর্তা আবুবকর মুহাম্মদ এএফপিকে বলেন, শনিবার সন্ধ্যায় আংশিক ক্ষতিগ্রস্ত একটি সেতুর উপর দিয়ে যাওয়ার সময় চালক বাসটি থামিয়েছিলেন। এসময় বাসটি গড়িয়ে নদীতে পড়ে যায়।

বিয়ের গাড়িবহরে থাকা বাসটিতে কনে ও তার স্বজনরা ছিল। কনের বাবার বাড়িতে বিয়ের অনুষ্ঠান শেষে স্বামীর বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।