গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনার নাগরিকত্ব বাতিল করেছে মাদাগাস্কার। দুই সপ্তাহ আগে তিনি ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালানোর দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখল করে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক ডিক্রিতে দেশটির প্রধানমন্ত্রী হেরিন্তসালমা রাজাওনারিভিলো এক সরকারি আদেশে এই নাগরিকত্ব বাতিল করেন।
তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট ফ্রান্সের নাগরিকত্ব নেয়ায় তার মাদাগাস্কারের নাগরিকত্ব বাতিল হয়ে গেছে। দেশটির আইন অনুযায়ী, ‘কোনো মালাগাসি অন্য দেশের নাগরিকত্ব নিলে তার নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে।’
৫১ বছর বয়সী সাবেক এ প্রেসিডেন্ট দেশ ছাড়ার পর আড়ালে চলে যান। তাকে ফরাসি বিমানবাহিনীর একটি বিমান ফ্রান্সে নিয়ে গেছে বলে গুঞ্জন রয়েছে। তবে তিনি কোথায় আছেন এটি এখনো অজানা।



