দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় হোস্টেলে গুলি বর্ষণে কমপক্ষে ১০ জন নিহত

দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার একটি হোস্টেলে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় হোস্টেলে গুলি বর্ষণে কমপক্ষে ১০ জন নিহত
দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় হোস্টেলে গুলি বর্ষণে কমপক্ষে ১০ জন নিহত |বাসস

দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার একটি হোস্টেলে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন বছর বয়সী একটি শিশুও রয়েছে।

পুলিশ মুখপাত্র আথলেন্ডা মাথে জানান, ‘এই বন্দুক হামলায় মোট ২৫ জনকে গুলি করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

পুলিশ হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা করছে এবং ঘটনাস্থল থেকে আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সূত্র : এএফপি/বাসস