সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত ৭৮

শুক্রবার ফজরের সময় দারফুরের এল-ফাশার শহরের একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে।

নয়া দিগন্ত অনলাইন

উত্তর আফ্রিকার দেশ সুদানের দারফুর অঞ্চলের একটি মসজিদে ড্রোন হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন একটি হাসপাতাল সূত্র।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ফজরের সময় দারফুরের এল-ফাশার শহরের একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করা হয়েছে। তবে দলটি এখনো দায় স্বীকার করেনি।

আরএসএফ ও সুদানের সেনাবাহিনী দুই বছরেরও বেশি সময় ধরে ভয়াবহ গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে। এল-ফাশার সেনাবাহিনীর সবশেষ শক্ত ঘাঁটি এবং যুদ্ধের ফলে আটকা পড়া তিন লাখেরও বেশি বেসামরিক নাগরিকের আবাসস্থল। শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে অগ্রসর হচ্ছেন আরএসএফের যোদ্ধারা।

স্থানীয় এক বাসিন্দা জানান, ফজরের নামাজের সময় ড্রোনটি আঘাত হানে। ফলে তাৎক্ষণিকভাবে কয়েক ডজন মানুষ মারা যান।

হাসপাতাল সূত্র জানায়, ৭৮ জন মারা গেছেন এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। তবে ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকাজ এখনো চলছে।

সূত্র : বিবিসি