আফ্রিকায় কলেরায় ৬৮০০ জনের মৃত্যু : স্বাস্থ্য সংস্থা

ইতোমধ্যে আফ্রিকার ২৩টি দেশে দুই লাখ ৯৭ হাজার ৩৯৪ জন আক্রান্তের ঘটনা রেকর্ড করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

চলতি বছর আফ্রিকাজুড়ে কলেরার প্রাদুর্ভাবে ছয় হাজার ৮০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত বছরের তুলনায় এ বছর সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্য অনুসারে, বর্তমান প্রাদুর্ভাবে ছয় হাজার ৮৫৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে মৃত্যুর অনুপাত ২.৩ শতাংশ। ইতোমধ্যে আফ্রিকার ২৩টি দেশে দুই লাখ ৯৭ হাজার ৩৯৪ জন আক্রান্তের ঘটনা রেকর্ড করা হয়েছে।

নামিবিয়া থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আফ্রিকা সিডিসির ডেপুটি ইনসিডেন্ট ম্যানেজার ইয়াপ বোম বলেন, বছরের শেষের দুই মাসে গত বছরের তুলনায় প্রায় রোগীর সংখ্যা ৫০ হাজার বৃদ্ধি পেয়েছে।

তিনি সতর্ক করে বলেন, যদি সময়মতো ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে মুষলধারে বৃষ্টিপাতের কারণে বছরের বাকি মাসগুলোতে কলেরার প্রাদুর্ভাব আরো বাড়তে পারে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ অ্যাঙ্গোলা ও বুরুন্ডি। এর জন্য দায়ী দুর্বল স্যানিটেশন ব্যবস্থা ও পর্যাপ্ত বিশুদ্ধ পানির অভাব। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ সুদান, সুদান ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে কলেরার প্রাদুর্ভাব কিছুটা কমেছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি