মালি থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর নির্দেশ দিয়েছে, ‘জরুরি নয় এমন কর্মী ও তাদের পরিবারকে নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে মালি ত্যাগ করতে হবে।’

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

মালিতে বিদ্রোহীদের জ্বালানি অবরোধে দৈনন্দিন জীবন বিপর্যস্ত হয়ে পড়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নিচ্ছে।

বামাকো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর নির্দেশ দিয়েছে, ‘জরুরি নয় এমন কর্মী ও তাদের পরিবারকে নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে মালি ত্যাগ করতে হবে।’

অন্যদিকে বৃটিশ পররাষ্ট্র দফতর জানিয়েছে, দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মীদের ‘অস্থায়ীভাবে বামাকো থেকে সরিয়ে নেয়া হয়েছে’।