সুদানে কিন্ডারগার্টেন ও হাসপাতালে হামলায় নিহত ১১৪ : ডব্লিউএইচও

গত বৃহস্পতিবার সুদানের দক্ষিণ কর্দোফানে একটি কিন্ডারগার্টেন ও হাসপাতালে চালানো হামলায় ৬৩ জন শিশুসহ ১১৪ জন নিহত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) |বাসস

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, গত বৃহস্পতিবার সুদানের দক্ষিণ কর্দোফানে একটি কিন্ডারগার্টেন ও হাসপাতালে চালানো হামলায় ৬৩ জন শিশুসহ ১১৪ জন নিহত হয়েছে।

ডব্লিউএইচও মহাপরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে সংস্থার আট্যাকস অন হেলথ কেয়ার মনিটরিং সিস্টেমের উদ্ধৃতি দিয়ে বলেন, সুদানের দক্ষিণ কর্দোফান রাজ্যে কিন্ডারগার্টেন ও পার্শ্ববর্তী কালোগি গ্রামীণ হাসপাতালে হামলায় ৬৩ জন শিশুসহ মোট ১১৪ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে।

সূত্র : এএফপি/বাসস