মাদাগাস্কারে সরকারবিরোধী বিক্ষোভে যোগ দিলো সেনাসদস্যরা

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করে। এরপর পরই সৈন্যরা ঘটনাস্থলে পৌঁছান।

নয়া দিগন্ত অনলাইন
আন্তানানারিভোতে বিক্ষোভকারীদের সাথে সেনাবাহিনীর সদস্যরা
আন্তানানারিভোতে বিক্ষোভকারীদের সাথে সেনাবাহিনীর সদস্যরা |সংগৃহীত

মাদাগাস্কারে প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনার বিরুদ্ধে বিক্ষোভ আরো জোরদার হয়ে উঠেছে। এবার দেশটির রাজধানী আন্তানানারিভোতে জড়ো হওয়া হাজার হাজার বিক্ষোভকারীদের সাথে যোগ দিয়েছে সেনাবাহিনীর কিছু দল।

কেনিয়া ও নেপালে জেন-জি তরুণদের বিক্ষোভ থেকে অনুপ্রাণিত হয়ে গত ২৫ সেপ্টেম্বর থেকে মাদাগাস্কারেও বিক্ষোভ শুরু হয়। শনিবার (১১ অক্টোবর) তরুণ বিক্ষোভকারীরা প্রথমবারের মতো রাজধানীর ‘মে ১৩ স্কয়ারে’ প্রবেশ করে।

এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করে। এরপর পরই সৈন্যরা ঘটনাস্থলে পৌঁছান। বিক্ষোভকারীরা উল্লাস করে তাদের স্বাগত জানান।

এর আগে, শহরের উপকণ্ঠে একটি সেনা ব্যারাকে এক সভায় অভিজাত ক্যাপস্যাট ইউনিটের সৈন্যরা বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশ করে। এই ক্যাপস্যাট ইউনিট ২০০৯ সালে রাজোয়েলিনার উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

সোয়ানিয়েরানা ঘাঁটির সৈন্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, ‘আসুন আমরা সেনাবাহিনী, পুলিশ এবং বিভিন্ন বাহিনীতে থাকা সদস্যরা আমাদের বন্ধু, ভাই ও বোনদের অর্থের বিনিময়ে গুলি করা থেকে বিরত থাকি।’

তারা বিমানবন্দরে থাকা সৈন্যদের ‘সব বিমান উড্ডয়ন বন্ধ করতে’ এবং অন্যান্য শিবিরে থাকা সৈন্যদের ‘গুলি করার আদেশ প্রত্যাখ্যান করার’ আহ্বান জানায়।

শনিবারের এই বিক্ষোভ কয়েক দিনের মধ্যে সবচেয়ে বড়। দেশজুড়ে বিদ্যুৎ ও পানির ঘাটতির বিরুদ্ধে ক্ষোভ থেকেই মূলত সরকারবিরোধী বিক্ষোভের সূত্রপাত হয়। তবে শনিবার মোট কতজন সেনা সদস্য বিক্ষোভে অংশ নিয়েছেন সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

সূত্র : আল জাজিরা