সুদানে আরএসএফের ড্রোন হামলায় নারী-শিশুসহ নিহত ৪০

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর তথ্য অনুসারে, গত অক্টোবরের শেষ দিক থেকে উত্তর ও দক্ষিণ করদোফান থেকে নিরাপত্তাহীনতার কারণে অন্তত ৩৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন

সুদানের মধ্যাঞ্চলে উত্তর কর্দোফানে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর ড্রোন হামলায় কমপক্ষে ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

উত্তর কর্দোফানের মানবিক-বিষয়ক কমিশনার জানিয়েছেন, প্রাদেশিক রাজধানী আল-ওবাইদের পূর্বে আল-লুয়েব গ্রামে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।

প্রাদেশিক সরকার জানিয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ব্যবহৃত তাঁবুকে লক্ষ্য করে চালানো এই হামলায় শিশু ও নারীসহ কয়েক ডজন বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছে।

আরএসএফকে অবিলম্বে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করতে প্রাদেশিক সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। তাদের অভিযোগ, আরএসএফ নিরস্ত্র বেসামরিক জনগণের বিরুদ্ধে অপরাধ করছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর তথ্য অনুসারে, গত অক্টোবরের শেষ দিক থেকে উত্তর ও দক্ষিণ করদোফান থেকে নিরাপত্তাহীনতার কারণে অন্তত ৩৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এর আগে, ২৬ অক্টোবর আরএসএফ উত্তর দারফুরের রাজধানী আল-ফাশার দখল করে। স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, এ সময় তারা বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালায়।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি