মাদাগাস্কারে জেন-জি বিক্ষোভের পর সরকার ভেঙে দিলেন প্রেসিডেন্ট

জাতিসঙ্ঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর ‘অপ্রয়োজনীয় বলপ্রয়োগের’ নিন্দা জানিয়ে বলেন, কমপক্ষে ২২ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন

পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে গত কয়েকদিন ধরেই বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে তরুণদের নেতৃত্বাধীনে ব্যাপক বিক্ষোভ চলছে। এর মধ্যেই দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা সরকার ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে রাজোয়েলিনা বলেছেন, ‘সরকারের সদস্যরা যদি তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করে থাকেন, তবে আমরা তা স্বীকার করছি এবং ক্ষমা চাইছি।’

এর আগে, গত বৃহস্পতিবার থেকে মাদাগাস্কারের বিভিন্ন শহরে হাজার হাজার তরুণ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। ‘জেন জি’ নামে পরিচিত বিক্ষোভ প্রথমে রাজধানী আন্তানানারিভোতে শুরু হলেও, পরে তা দেশের আটটি শহরে ছড়িয়ে পড়ে।

জাতিসঙ্ঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর ‘অপ্রয়োজনীয় বলপ্রয়োগের’ নিন্দা জানিয়ে বলেন, কমপক্ষে ২২ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছেন। তিনি আরো জানান, বিক্ষোভকারীদের গ্রেফতার, মারধর এবং তাদের ওপর গুলি চালানোর ঘটনাও ঘটেছে।

তবে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসঙ্ঘের পরিসংখ্যান প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, এই পরিসংখ্যান ‘গুজব বা ভুল তথ্যের ওপর ভিত্তি করে তৈরি’।

জাতিসঙ্ঘের মতে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে নিহতদের মধ্যে কেবল বিক্ষোভকারী নয়, পথচারীরাও রয়েছে। অনেকে প্রাণ হারিয়েছেন বিক্ষোভ-পরবর্তী সহিংসতা ও লুটপাটে।

এদিকে সহিংসতা ও লুটপাটের খবরের পর আন্তানানারিভোতে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।

গত সপ্তাহে জ্বালানি মন্ত্রী যথাযথভাবে দায়িত্ব পালন না করায় মাদাগাস্কারের প্রেসিডেন্ট তাকে বরখাস্ত করেন। কিন্তু বিক্ষোভকারীরা প্রেসিডেন্টসহ পুরো সরকারের পদত্যাগের দাবি তোলে। একই দাবিতে সোমবার আবারো হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে।

পরে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রেসিডেন্ট জানান, তিনি প্রধানমন্ত্রীকে পদচ্যুত করেছেন ও সরকার ভেঙে দিয়েছেন। আগামী তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন গ্রহণ করা হবে। এরপর নতুন সরকার গঠন করা হবে।

সূত্র : বিবিসি