নাইজেরিয়ায় স্বর্ণখনি ধসে শতাধিক প্রাণহানির শঙ্কা

ধ্বংসস্তূপ থেকে কমপক্ষে ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ধসে পড়ার সময় ১০০ জনেরও বেশি শ্রমিক খনিতে কাজ করছিলেন।

নয়া দিগন্ত অনলাইন

নাইজেরিয়ার জামফারা রাজ্যে একটি স্বর্ণের খনি ধসে পড়েছে। এতে খনির ভেতরে অবস্থানকারী শ্রমিকদরে মধ্যে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রত্যক্ষদর্শী ও বেঁচে ফেরা শ্রমিকদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার মারু জেলার কাদৌরি এলাকার ওই খনিতে ধস নামে। সে সময় শতাধিক শ্রমিক খনিতে কাজ করছিলেন। উদ্ধার অভিযান শুক্রবার পর্যন্ত অব্যাহত ছিল।

উদ্ধার তৎপরতার সাথে জড়িত স্থানীয় বাসিন্দা সানুসি আউয়াল বলেন, ধ্বংসস্তূপ থেকে কমপক্ষে ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তার চাচাতো ভাইয়ের লাশও রয়েছে। ধসের সময় ১০০ জনেরও বেশি শ্রমিক খনিতে কাজ করছিলেন।

ইসা সানি নামে আরেকজন শ্রমিক বলেন, ‘আমরা ভাগ্যবান যে জীবিত উদ্ধার হতে পেরেছি। ১০০ জনেরও বেশি লোকের মধ্যে আমাদের মাত্র ১৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।’ তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

জামফারা পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবাকারের সাথে যোগাযোগ করেছিল রয়টার্স। কিন্তু তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সূত্র : রয়টার্স