ইথিওপিয়ায় গির্জার অস্থায়ী নির্মাণকাঠামো ভেঙে নিহত ৩৬

মেনজার শেনকোরা আরেরতি মারিয়াম গির্জায় বার্ষিক ভার্জিন মেরি উৎসবে যোগ দিতে আসা তীর্থযাত্রীদের ভিড়ের মধ্যে হঠাৎ কাঠের তৈরি অস্থায়ী নির্মাণকাঠামোটি ভেঙে পড়ে।

নয়া দিগন্ত অনলাইন

ইথিওপিয়ার একটি গির্জায় ধর্মীয় উৎসব চলাকালীন একটি অস্থায়ী নির্মাণকাঠামো ভেঙে কমপক্ষে ৩৬ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বুধবার (১অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৩ মাইল) পূর্বে আমহারা অঞ্চলের আরেরতি শহরে এই ঘটনা ঘটে।

মেনজার শেনকোরা আরেরতি মারিয়াম গির্জায় বার্ষিক ভার্জিন মেরি উৎসবে যোগ দিতে আসা তীর্থযাত্রীদের ভিড়ের মধ্যে হঠাৎ কাঠের তৈরি অস্থায়ী নির্মাণকাঠামোটি ভেঙে পড়ে।

জেলা পুলিশ প্রধান আহমেদ গেবেয়েহু রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফানাকে বলেন, ‘নিহতের সংখ্যা ৩৬ জনে পৌঁছেছে। সংখ্যা আরো বাড়তে পারে।’

কতজন আহত হয়েছেন তা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। তবে কিছু প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের সংখ্যা ২০০ জন পর্যন্ত হতে পারে।

স্থানীয় কর্মকর্তা আতনাফু আবাতে ইথিওপিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (ইবিসি)-কে বলেন, কিছু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। তবে উদ্ধার অভিযানের বিস্তারিত তথ্য তিনি দেননি।

এছাড়াও গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে রাজধানীর হাসপাতালে নেয়া হয়েছে।

সূত্র : আল জাজিরা