কঙ্গোতে তামা-কোবাল্ট খনির সেতু ধসে নিহত ৩২

প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসের ঝুঁকির কারণে সাইটে প্রবেশের ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শ্রমিকরা জোর করে খনিতে প্রবেশ করে।

নয়া দিগন্ত অনলাইন

মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) একটি তামা ও কোবাল্ট খনিতে সেতু ধসে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। শনিবার দক্ষিণ-পূর্ব লুয়ালাবা প্রদেশের কালান্দো খনিতে এই ঘটনা ঘটেছে। রোববার (১৭ নভেম্বর) প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রয় কাউম্বে মায়োন্ডে এ তথ্য জানিয়েছেন।

মায়োন্ডে বলেছেন, প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসের ঝুঁকির কারণে সাইটে প্রবেশের ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শ্রমিকরা জোর করে খনিতে প্রবেশ করে। বন্যার পানি ঠেকাতে খনিতে একটি অস্থায়ী সেতু তৈরি করা হয়েছিল। বিপুল সংখ্যক শ্রমিক একসাথে দৌড়ে সেটি পার হওয়ার চেষ্টা করায় সেতুটি ভেঙে পড়ে।

খনি খাত তদারকি সংস্থা এসএইএমএপি-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে সৈন্যদের গুলিবর্ষণের শব্দে খনি শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে সবাই সেতুর দিকে ছুটে গেলে সেতুটি ধসে পড়ে এবং তারা একে অপরের ওপর পড়ে যায়। ফলে হতাহতের ঘটনা ঘটে।

মায়োন্ডে নিহতের সংখ্যা কমপক্ষে ৩২ জন বলে উল্লেখ করলেও প্রতিবেদনে বলা হয়েছে, কমপক্ষে ৪০ জন প্রাণ হারিয়েছেন। এতে আরো বলা হয়েছে, দীর্ঘদিন ধরে এর মালিকানা নিয়ে বেআইনি খনি শ্রমিক, খনির দায়িত্বে থাকা কো-অপারেটিভ ও চীনা বৈধ মালিকদের মধ্যে বিরোধ ছিল।

জাতীয় মানবাধিকার কমিশনের প্রাদেশিক সমন্বয়কারী আর্থার কাবুলো এএফপিকে জানান, কালান্ডোতে ১০ হাজারেরও বেশি বেআইনি খনি শ্রমিক কাজ করে।

সূত্র : আল জাজিরা