সুদানে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসঙ্ঘ মহাসচিবের

‘সুদানে ভয়াবহ সঙ্কট নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।’

নয়া দিগন্ত অনলাইন
জাতিসঙ্ঘ মহাসচিব
জাতিসঙ্ঘ মহাসচিব |বাসস

জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মঙ্গলবার সুদানের চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, দেশটির সঙ্কট দ্রুত অবনতির দিকে যাচ্ছে।

দোহায় অনুষ্ঠিত বিশ্ব সামাজিক উন্নয়ন বিষয়ক দ্বিতীয় সম্মেলনের ফাঁকে গুতেরেস সাংবাদিকদের বলেন, যুদ্ধরত পক্ষগুলোকে আলোচনার টেবিলে আসতে হবে এবং এখনই এই সহিংসতার দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে।’

তিনি সতর্ক করে বলেন, ‘সুদানে ভয়াবহ সঙ্কট নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।’

সূত্র : এএফপি/বাসস