মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা খাদ্য সহায়তা চুরির খবরের পরিপ্রেক্ষিতে বুধবার (৭ জানুয়ারি) সোমালিয়ার নেতাদের তিরস্কার করেছেন এবং দেশটির সরকারের জন্য চলমান ‘সব মার্কিন সহায়তা কর্মসূচি’ স্থগিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া একটি পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
অপচয় বা চুরির বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘শূন্য সহনশীলতা নীতির’ কথা উল্লেখ করে বৈদেশিক সহায়তা, মানবিকবিষয়ক ও ধর্মীয় স্বাধীনতাবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি পোস্টে জানিয়েছেন, তারা কিছু রিপোর্ট পেয়েছেন যেখানে দেখা গেছে, সোমালিয়ার কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) একটি গুদাম ধ্বংস করেছেন এবং অসহায় সোমালিদের জন্য বরাদ্দকৃত ৭৬ টন খাদ্য সহায়তা অবৈধভাবে জব্দ করেছেন।
মার্কিন কর্মকর্তারা আরো জানিয়েছেন, ভবিষ্যতে যেকোনো সহায়তা ‘সোমালি ফেডারেল সরকারের জবাবদিহিতা গ্রহণ’ এবং এ সমস্যার সমাধানের ওপর নির্ভর করবে।
আফ্রিকার শিং (হর্ন অব আফ্রিকা) অঞ্চলে অবস্থিত যুদ্ধবিধ্বস্ত সোমালিয়াকে জাতিসঙ্ঘ ধারাবাহিকভাবে বিশ্বের অন্যতম স্বল্পোন্নত দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে।
সোমালিয়ার কর্মকর্তারা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটন বারবার যুক্তরাষ্ট্রের সোমালি নাগরিকদের সোমালিদের ওপর আক্রমণ করেছে। মিনেসোটা অঙ্গরাজ্যে অভিবাসন অভিযানে তাদের লক্ষ্যবস্তু করেছে এবং মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্যের সোমালি সম্প্রদায়ে বড় ধরনের সরকারি সুবিধা জালিয়াতির অভিযোগ করেছে। প্রায় ৮০ হাজার সদস্যের এ সোমালি সম্প্রদায়টি যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তম।
গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমালি অভিবাসীদের জন্য বরাদ্দকৃত সাময়িক সুরক্ষা মর্যাদা বাতিল করেছেন। তাদের বিরুদ্ধে গ্যাং সহিংসতার অভিযোগ তুলে তিনি বলেন, ’তারা যেখান থেকে এসেছে সেখানে ফেরত পাঠান।’
এই পদক্ষেপটি সোমালিয়া, যুক্তরাষ্ট্র ও ওয়াশিংটনের মিত্র ইসরাইলের মধ্যে বাড়তে থাকা বিভেদের সর্বশেষ একটি ধাক্কা। ইসরাইল গত মাসে আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে। ১৯৯১ সালে স্বাধীনতা ঘোষণা করার পর থেকে স্বঘোষিত প্রজাতন্ত্র সোমালিল্যান্ডকে বিশ্বের প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরাইল।
সূত্র : এএফপি



