সুদানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সোমবার (২০ অক্টোবর) জানিয়েছে, আগামী বুধবার (২২ অক্টোবর) থেকে খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য পুনরায় খুলে দেয়া হবে।
দেশটির চলমান সংঘাতের কারণে দীর্ঘ ৩০ মাস বন্ধ ছিল বিমানবন্দরটি।
সরকারি সংবাদ সংস্থা সুনা জানায়, ‘বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ২২ অক্টোবর বুধবার থেকে খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে। সেইসাথে প্রযুক্তিগত ও বিমান পরিচালনার সব প্রস্তুতি সম্পন্ন করে বিমানবন্দরটি ধীরে ধীরে ফ্লাইট গ্রহণের জন্য প্রস্তুত বলে নিশ্চিত করেছে।’
সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যকার চলমান সংঘাতের মধ্যেই প্রথমবারের মতো বিমানবন্দরটি চালু করা হচ্ছে।
জাতিসঙ্ঘ ও স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান যুদ্ধে ২০ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ কোটি ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী মৃতের সংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজার হতে পারে।
গত ২৭ মার্চ সুদানি সেনাবাহিনী জানিয়েছিল, তাদের বাহিনী ২০২৩ সালের এপ্রিলের পর প্রথমবারের মতো খার্তুম প্রদেশের শেষ আরএসএফ ঘাঁটিগুলো দখল করেছে। সেইসাথে বিমানবন্দরসহ রাজধানীর পূর্ব ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন নিরাপত্তা ও সামরিক স্থাপনার নিয়ন্ত্রণও পুনরায় নিয়েছে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি