মাদাগাস্কারে আবারো সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর রুফিন ফরচুনাত জাফিসাম্বোকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা।
সোমবার (৬ অক্টোবর) নতুন নিয়োগ পাওয়া নতুন প্রধানমন্ত্রী জাফিসাম্বো একজন সামরিক জেনারেল। এর এক সপ্তাহ আগে, বিক্ষোভের মুখে সরকার ভেঙে দেয় আন্দ্রি রাজোয়েলিনা। তবে বিক্ষোভকারীরা এখন রাজোয়েলিনাকে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছে।
সোমবার রাজধানী আন্তানানারিভোর রাস্তায় পুলিশ বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। এই নিয়ে দেশটিতে টানা তৃতীয় সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। শুরুতে বিদ্যুৎ ও পানি সংকটের কারণে আন্দোলন শুরু হলেও এখন তা সরকারবিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে।
মাদাগাস্কারের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় টিভি স্টেশনগুলোর সম্প্রচারে দেখা গেছে, টোলিয়ারা ও আনসিরানানা (ডিয়েগো সুয়ারেজ) শহরে বিক্ষোভকারীরা পুলিশের বাধার মুখে পড়ছে।
আন্তানানারিভো থেকে বার্তাসংস্থা রয়টার্সের একজন প্রতিবেদক জানান, বেশিভাগ বিক্ষোভকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং পুলিশের কাঁদানে গ্যাসের মুখোমুখি হয়েছেন।
এদিকে, সোমবার জাতিসঙ্ঘ জানায়, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২২ জন নিহত এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। তবে সরকার জাতিসঙ্ঘের এই পরিসংখ্যান অস্বীকার করেছে।
রাজোয়েলিনার সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ২৫ সেপ্টেম্বর শুরু হয়। মাদাগাস্কারের রাজধানীতে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে পাথর ও টায়ার দিয়ে ব্যারিকেড তৈরি করে।
এই বিক্ষোভের আয়োজন করে ‘জেন-জি মাদাগাস্কার’ নামে একটি যুব সংগঠন। তাা নিজেদেরকে ‘শান্তিপূর্ণ নাগরিক আন্দোল’ হিসেবে অভিহিত করেছে। আয়োজকরা বলছেন, তারা নেপাল ও মরক্কোর যুব-নেতৃত্বাধীন আন্দোলন থেকে অনুপ্রেরণা নিয়েছেন।
সূত্র : আল জাজিরা