মরক্কোর ঐতিহাসিক ফেস শহরে বুধবার (১০ ডিসেম্বর) দুটি ভবন ধসে কমপক্ষে শিশুসহ ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৬ জন। দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় বার্তাসংস্থা জানিয়েছে, আল-মুস্তাকবাল এলাকায় অবস্থিত ভবন দুটিতে আটটি পরিবার বাস করত। আহতদের ফেসের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, ভবন ধসের পর পরই পুলিশ ও বেসামরিক সুরক্ষা পরিষেবাগুলো ঘটনাস্থলে ছুটে গেছে।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে মরক্কোতে জীবনযাত্রার অবনতি এবং দারিদ্র্য ও জনসেবা নিয়ে বিক্ষোভের জন্ম দেয়।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে সরকার মারাকেশ ও এর আশপাশের অঞ্চলে ১২ হাজারেরও বেশি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল। সে সময় কর্তৃপক্ষ বলেছিল, বড় ভূমিকম্পের কারণে অনেক ভবনের কাঠামো দুর্বল হয়ে পড়তে পারে।
সূত্র : আল জাজিরা



