মরক্কোতে ভবন ধসে শিশুসহ নিহত ১৯

আল-মুস্তাকবাল এলাকায় অবস্থিত ভবন দুটিতে আটটি পরিবার বাস করত।

নয়া দিগন্ত অনলাইন

মরক্কোর ঐতিহাসিক ফেস শহরে বুধবার (১০ ডিসেম্বর) দুটি ভবন ধসে কমপক্ষে শিশুসহ ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৬ জন। দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা জানিয়েছে, আল-মুস্তাকবাল এলাকায় অবস্থিত ভবন দুটিতে আটটি পরিবার বাস করত। আহতদের ফেসের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, ভবন ধসের পর পরই পুলিশ ও বেসামরিক সুরক্ষা পরিষেবাগুলো ঘটনাস্থলে ছুটে গেছে।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে মরক্কোতে জীবনযাত্রার অবনতি এবং দারিদ্র্য ও জনসেবা নিয়ে বিক্ষোভের জন্ম দেয়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে সরকার মারাকেশ ও এর আশপাশের অঞ্চলে ১২ হাজারেরও বেশি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল। সে সময় কর্তৃপক্ষ বলেছিল, বড় ভূমিকম্পের কারণে অনেক ভবনের কাঠামো দুর্বল হয়ে পড়তে পারে।

সূত্র : আল জাজিরা