টানা অষ্টমবারের মতো ক্যামেরুনের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন পল বিয়া

বিশ্বের সবচেয়ে বয়স্ক এই প্রেসিডেন্ট ৫৩.৭ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে বিরোধীদলীয় নেতা ইসা চিরোমা বাকারি পেয়েছেন ৩৫.২ শতাংশ ভোট।

নয়া দিগন্ত অনলাইন
ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া
ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া |সংগৃহীত

ক্যামেরুনের ৯২ বছর বয়সী প্রেসিডেন্ট পল বিয়া একটি বিতর্কিত নির্বাচনে অষ্টম মেয়াদে জয়লাভ করেছেন। বিশ্বের সবচেয়ে বয়স্ক এই প্রেসিডেন্ট ৫৩.৭ শতাংশ ভোট পেয়েছেন বলে জানিয়েছে সাংবিধানিক পরিষদ। বিরোধীদলীয় নেতা ইসা চিরোমা বাকারি পেয়েছেন ৩৫.২ শতাংশ ভোট।

ঘোষণার আগে বিয়ার সাবেক মিত্র চিরোমা বাকারি দাবি করেছিলেন, নির্বাচনে তিনিই জয়ী হয়েছেন। কিন্তু ক্ষমতাসীন দল ক্যামেরুন পিপলস ডেমোক্রেটিক মুভমেন্ট (সিপিডিএম) তার দাবি খারিজ করে দিয়েছে।

১২ অক্টোবর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে সম্প্রতি ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। বাকারির শত শত সমর্থক বেশ কয়েকটি শহরে নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ করেছে এবং নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে।

এদিকে, বিয়া ভোটারদের আবারো তার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানান। তিনি এক বিবৃতিতে বলেন, ‘আমি আন্তরিকভাবে আশা করি, আমরা একসাথে একটি শান্তিপূর্ণ, ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ ক্যামেরুন গড়ে তোলার উদ্যোগ নেব।’

এর আগে, রোববার ক্যামেরুনের অর্থনৈতিক রাজধানী ডুয়ালায় বিক্ষোভ চলাকালীন কমপক্ষে চারজন নিহত হন। আঞ্চলিক গভর্নর স্যামুয়েল ডিউডোনে ডিবুয়া বলেন, কিছু পুলিশ ফাঁড়িতে হামলা হয়েছিল এবং আত্মরক্ষায় নিরাপত্তা বাহিনী পাল্টা ব্যবস্থা নেয়।

সোমবারও সহিংসতার ঘটনা ঘটেছে। গারুয়া শহরে চিরোমা বাকারির বাড়ির কাছে গুলিতে কয়েকজন নিহত হন বলে ঘটনাস্থলে থাকা এক স্থানীয় সাংবাদিক বিবিসিকে জানান।

রাজধানী ইয়াউন্দেতে পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ যে প্রায় সব দোকানপাট ও স্কুল বন্ধ রয়েছে। অন্যদিকে বেশিভাগ সরকারি কর্মচারী ও অফিস কর্মীরা ঘরেই অবস্থান করছেন।

সূত্র : বিবিসি