সুদানের আধা-সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) আক্রমণে গতকাল শুক্রবার চাদের দুই সেনা নিহত হয়েছে। চাদের একটি সামরিক সূত্র এ তথ্য জানিয়েছে।
গত ২০২৩ সালের এপ্রিল মাস থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফ এর মধ্যে সঙ্ঘর্ষ চলছে। যার ফলে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে, প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দেশটিতে বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুতি ও ক্ষুধা সঙ্কট তৈরি হয়েছে।
আরএসএফ বুধবার জানিয়েছে, তারা সুদানের বিস্তীর্ণ দারফুর অঞ্চলের উত্তরে আবু কোমরা ও উম ব্রাউ শহরগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। উভয়ই সীমান্তবর্তী শহর আল-টিনার রাস্তায় অবস্থিত।
সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, আরএসএফ-এর একটি ড্রোন শহরের চাদিয়ান পাশে বোমা বিস্ফোরণ করেছে। এই বিস্ফোরণে দু’জন সৈন্য নিহত হয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, আরএসএফ যোদ্ধারা সুদানের উত্তর-পশ্চিম সীমান্তে জাঘাওয়া জাতিগত গোষ্ঠী অধ্যুষিত অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে, যা ২০০০ সালের দারফুর উপজাতিদের আরএসএফ-এর পূর্বসূরী জানজাউইদের বিরুদ্ধে লড়াইয়ের স্মৃতি জাগিয়ে তুলছে।
জাঘাওয়া অঞ্চলের বিরুদ্ধে আরএসএফ-এর আক্রমণের মুখে, সুদানের সেনাবাহিনীর সহযোগী দারফুরের গভর্নর মিন্নি মিনাউই উত্তর দারফুরের বাসিন্দাদের আত্মরক্ষার আহ্বান জানিয়েছেন।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘আপনার জমি লুট হতে দেবেন না, আপনার বাড়িঘর আক্রমণকারীদের হাতে তুলে দেবেন না।’
সূত্র : এএফপি/বাসস



