মাদাগাস্কারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সামরিক নেতা রান্দ্রিয়ানিরিনা

আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন নতুন প্রেসিডেন্ট। তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঐকমত্যের ভিত্তিতে প্রধানমন্ত্রী নিয়োগের জন্য আলোচনা চলছে।

নয়া দিগন্ত অনলাইন
প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনা বক্তৃতা দিচ্ছেন
প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনা বক্তৃতা দিচ্ছেন |সংগৃহীত

মাদাগাস্কারে তরুণদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট অ্যান্ড্রু রাজোয়েলিনা পালিয়ে নির্বাসনে যাওয়ার পর ক্ষমতা দখলে নিয়েছে সামরিক বাহিনী। এর কয়েকদিনের মাথায় সামরিক বাহিনীর কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনা দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) আফ্রিকান দ্বীপরাষ্ট্রটির উচ্চ সাংবিধানিক আদালত এক অনুষ্ঠানে রান্দ্রিয়ানিরিনার নিয়োগ আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে। এর মধ্য দিয়ে রাজোয়েলিনার পলায়ন, তাকে অভিশংসন এবং সামরিক বাহিনীর হস্তক্ষেপের মতো অস্থির এক সপ্তাহের সমাপ্তি ঘটেছে।

মাদাগাস্কারে গত কয়েক সপ্তাহ ধরে বিদ্যুৎ ও পানির ঘাটতি নিয়ে চলা বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করে। জাতিসঙ্ঘ জানিয়েছে, বিক্ষোভে কমপক্ষে ২২ জন নিহত ও ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

শুক্রবার রান্দ্রিয়ানিরিনা বলেন, ‘আজ আমাদের দেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। পরিবর্তনের আকাঙ্ক্ষা ও মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসায় উদ্বুদ্ধ জনগণকে নিয়ে আমরা আনন্দের সাথে আমাদের জাতির জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করছি।’

শপথ গ্রহণ অনুষ্ঠানে সামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ, তরুণদের নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলনের প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

রাজোয়েলিনাকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে নেতৃত্ব দেয়ার জন্য তরুণদের ধন্যবাদ জানিয়ে রান্দ্রিয়ানিরিনা বলেন, ‘একটি সুন্দর সংবিধান প্রণয়নের জন্য এবং নির্বাচন ও গণভোট আয়োজনে নতুন নির্বাচনী আইনের বিষয়ে একমত হতে আমরা জাতির সব চালিকাশক্তির সাথে হাতে হাত মিলিয়ে কাজ করব।’

সিএপিএসএটি ইউনিটের ৫১ বছর বয়সী এই কমান্ডার আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঐকমত্যের ভিত্তিতে প্রধানমন্ত্রী নিয়োগের জন্য আলোচনা চলছে।

সূত্র : আল জাজিরা