দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৯

দক্ষিণ আফ্রিকার সরকারি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, হামলাকারীরা পানশালার পৃষ্ঠপোষক ও রাস্তায় থাকা লোকজনের ওপর গুলি চালিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের নিকটবর্তী শহর বেকার্সদালের একটি পানশালায় শনিবার স্থানীয় সময় রাত ১টার দিকে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ১০ জন।

রোববার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ বিবৃতিতে জানিয়েছে, শনিবার রাতে একটি সাদা মাইক্রোবাস ও একটি রুপালি রঙের গাড়িতে করে ১২ জনের একটি দল ওই পানশালায় আসে এবং এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। পানশালাটি সরকারিভাবে নিবন্ধিত।

দক্ষিণ আফ্রিকার সরকারি টেলিভিশন চ্যানেল এসএবিসি জানিয়েছে, হামলাকারীরা পানশালার পৃষ্ঠপোষক ও রাস্তায় থাকা লোকজনের ওপর গুলি চালিয়েছে।

গাউটেং প্রদেশের পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার ফ্রেড কেকানা বলেন, ‘আমরা এখনো এ ঘটনার সাথে সংশ্লিষ্ট আলামত সংগ্রহ করছি। জাতীয় অপরাধ ও ব্যবস্থাপনা টিমের সদস্যরা আমাদের সহযোগিতা করছেন। কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের সদস্য এবং প্রাদেশিক পুলিশের সদস্যরাও আমাদের সাথে আছেন।’

তিনি আরো জানান, হামলার কারণ এখনো জানা যায়নি। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা