ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রারত অভিবাসীদের বহনকারী একটি নৌকা সেনেগালের উপকূলে ডুবে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দেশটির নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, পশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশ সেনেগাল বহু বছর ধরেই ইউরোপগামী আফ্রিকান অভিবাসীদের একটি প্রধান যাত্রাবিন্দু। হাজারো মানুষ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছাতে ঝুঁকিপূর্ণ আটলান্টিক পথ বেছে নেয় এবং অধিকাংশ ক্ষেত্রেই তারা অতিরিক্ত মানুষ বোঝাই ও জীর্ণ নৌকায় করে যাত্রা করে।
সর্বশেষ দুর্ঘটনাটি ঘটেছে এমবুর শহরের উপকূলীয় পানিসীমায়। নিরাপত্তা সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, প্রায় ১০০ জন আরোহী নিয়ে নৌকাটি উল্টে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা জানান, এই ঘটনায় ১২টি লাশ উদ্ধার করা হয়েছে। আরেকটি নিরাপত্তা সূত্রও মৃতের এই সংখ্যা নিশ্চিত করেছে।
সূত্রটি আরো জানায়, এই ঘটনায় ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকাটির বাকি আরোহীরা সম্ভবত উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই পালিয়ে গেছে।
এদিকে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এর আগে, মঙ্গলবার সেনেগালের থিয়েস অঞ্চলে একটি নৌকা থেকে ১২৩ জন অভিবাসীকে আটক করেছে পুলিশ।
সূত্র : বাসস



