মালিতে সেনাবাহিনীর হামলায় ৩১ বেসামরিক নাগরিক নিহত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেনাবাহিনীর হামলায় অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
মালিতে সেনাবাহিনীর হামলায় ৩১ বেসামরিক নাগরিক নিহত
মালিতে সেনাবাহিনীর হামলায় ৩১ বেসামরিক নাগরিক নিহত |সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেনাবাহিনীর হামলায় অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) সূত্রে বলা হয়েছে, মালির সেনাবাহিনী ও তাদের মিত্র মিলিশিয়ারা দেশটির মধ্য সেগু অঞ্চলের দু’টি গ্রামে অভিযান চালিয়েছে। এ সময় তারা অন্তত ৩১ গ্রামবাসীকে হত্যা করে।

সেনাপক্ষ অভিযোগ করেছে যে সেখানে আল-কায়েদার সাথে সংশ্লিষ্ট প্রধান বিদ্রোহী গোষ্ঠীটি সবচেয়ে বেশি সক্রিয় রয়েছে।

সূত্র : রয়টার্স