ক্যামেরুনের প্রেসিডেন্ট নির্বাচনে সহিংসতায় চারজন নিহত হয়েছেন। নির্বাচনে বিজয়ী বলে দাবি করা বিরোধী দলীয় নেতার সমর্থকদের সাথে নিরাপত্তা বাহিনী সদস্যদের সংঘর্ষের ফলে এই ঘটনা ঘটেছে।
সোমবার (২৭ অক্টোবর) নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বিরোধী দলীয় নেতা ইসা চিরোমা জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নির্বাচনের ফলাফল ঘোষণার প্রাক্কালে তার সমর্থকদের শান্তিপূর্ণভাবে মিছিল করার আহ্বান জানিয়েছিলেন।
তিনি ১২ অক্টোবরের ভোটে প্রেসিডেন্ট পল বিয়ার ৪৩ বছরের ক্ষমতার দখলকে চ্যালেঞ্জ জানান। ইসা দাবি করেন, তিনি ৫৪.৮ শতাংশ ভোট পেয়েছেন।
তবে বেশিভাগ বিশ্লেষক ধারণা করছেন, ৯২ বছর বয়সী পল বিয়া এমন একটি ব্যবস্থায় অষ্টম মেয়াদে জয়লাভ করবেন, যা প্রশ্নবিদ্ধ হবে। এদিকে তার সমালোচকরা বলছেন, এই নির্বাচনে ব্যাপক কারচুপি করা হয়েছে।
ক্যামেরুনের বৃহত্তম শহর দৌলার আঞ্চলিক গভর্নর স্যামুয়েল ডিউডোন ইভাহা দিবুয়া বলেন, বিক্ষোভকারীরা রোববার দুটি জেলার একটি জেন্ডারমেরি ব্রিগেড ও পুলিশ স্টেশনে ‘আক্রমণ’ করেছে। এ সময় চারজন নিহত হয়েছেন। উভয়পক্ষের মধ্যে এই সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্যও আহত হয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন বিক্ষোভকারী বলেন, কাঁদানে গ্যাসের ছোঁড়ার পর তাদের লক্ষ্য করে ‘তাজা গুলি’ চালানো শুরু হয়। তিনি বলেন, ‘তারা গুলি চালায়। এ সময় আমরা আমাদের সামনে তিনটি লাশ পড়ে থাকতে দেখি।’
ক্যামেরুনের সাংবিধানিক পরিষদ স্থানীয় সময় সোমবার সকাল ১১টায় রাজধানী ইয়াউন্ডে চূড়ান্ত নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। গারুয়ার তিচিরোমায় শত শত মানুষকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
এ সময় সেখানকার বিক্ষোভকারীরা ‘নিরাপত্তা সংকট’, ‘তিচিরোমা ২০২৫’ লেখা ক্যামেরুনের পতাকা এবং ব্যানার বহন করে এবং ‘বিদায় পল বিয়া, তিচিরোমা আসছে’ বলে স্লোগান দেয়।
সূত্র : বাসস



