দক্ষিণ আফ্রিকায় গুলিতে নারীসহ নিহত ৭

দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের উপকণ্ঠে বন্দুকধারীদের হামলায় এক নারীসহ সাতজন নিহত ও তিনজন আহত হয়েছেন, যা চাঁদাবাজি-সংক্রান্ত সহিংসতার সাথে যুক্ত বলে ধারণা করা হচ্ছে। গ্যাং সহিংসতায় কুখ্যাত ওই এলাকায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

নয়া দিগন্ত অনলাইন
পুলিশ জানিয়েছে, ঘটনাটি চলমান চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট হতে পারে
পুলিশ জানিয়েছে, ঘটনাটি চলমান চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট হতে পারে |সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার কেপ টাউন শহরের উপকণ্ঠে একটি উপশহরে শনিবার ভোরে বন্দুকধারীদের হামলায় এক নারীসহ সাতজন নিহত হয়েছেন। ঘটনাটি চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ এক বিবৃতিতে জানায়, মারিকানা এলাকায় সংঘটিত এ গুলিবর্ষণের ঘটনায় নিহতদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী রয়েছেন। নিহতদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে। এই হামলায় আরো তিনজন আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, মধ্যরাতের কিছুক্ষণ পর এ হামলা ঘটে এবং এটি ওই এলাকায় চলমান চাঁদাবাজির ঘটনার সাথে সংশ্লিষ্ট হতে পারে। হামলার পর সন্দেহভাজনরা পালিয়ে যায়।

এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

আফ্রিকা মহাদেশের সবচেয়ে শিল্পোন্নত দেশ দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিন ধরে সঙ্ঘবদ্ধ অপরাধ ও দুর্নীতিজনিত সহিংসতার মুখে রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত গড়ে প্রতিদিন প্রায় ৬৩ জন মানুষ হত্যার শিকার হয়েছেন।

গত ডিসেম্বর মাসে গণহারে গুলিবর্ষণের দু’টি পৃথক ঘটনায় একটি হোস্টেল ও একটি পানশালায় শিশুসহ বেশ কয়েকজন নিহত হন।

শনিবারের হামলাটি কেপ ফ্ল্যাটস এলাকায় ঘটে। এলাকাটি গ্যাং সহিংসতার জন্য কুখ্যাত। ২০২৫ সালের প্রথম নয় মাসে এ এলাকায় দুই হাজারের বেশি হত্যাকাণ্ড নথিভুক্ত হয়েছে।

সূত্র : বাসস